ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ৭ মে ২০২১   আপডেট: ১৫:৩২, ৭ মে ২০২১
২ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস

নারায়ণগঞ্জে একটি মামলায় দুই বছরের সাজা এড়াতে ১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আব্দুল কুদ্দুসের (৫০)।

শুক্রবার (৭ মে) ভোররাতে ফতুল্লার মুসলিমনগর এলাকায় আব্দুল কুদ্দুসের শ্বশুর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের মুসলিমনগর এলাকার মৃত কালাই সর্দারের ছেলে।

এসআই  জানান, গ্রেপ্তার আব্দুল কুদ্দুসের বিরুদ্বে ২০০৭ সালে পৃথক দুটি চেক জালিয়াতির মামলায় টাঙ্গাইল দায়রা জজ ৩য় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা জারি করে। এ মামলার পরবর্তীতে একই বছর তার বিরুদ্ধে এক বছর করে দুই বছরের সাজা প্রদান করে। এরপর থেকে একে ১৪ বছর ধরে পলাতক ছিলেন তিনি। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদে তথ্য প্রযুক্তির মাধ্যমে কৌশল অবলম্বন করে তার অবস্থান নিশ্চিত হয়ে মুসলিমনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুদ্দুসের সাজা হওয়া মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রাকিব/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়