ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদকে সামনে রেখে বন বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৮ মে ২০২১  
ঈদকে সামনে রেখে বন বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের বনজসম্পদ রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে বন বিভাগের স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

শনিবার (৮ মে) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী বন সংরক্ষক জানান, ঈদকে সামনে রেখে সুন্দরবনের হরিণ শিকার, চোরাকারবারীরা কাঠ পাচার করে আর্থিক ফায়দা লুটে থাকে। এ সময় হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে তারা। এ সুযোগ যাতে কেউ কাজে না লাগাতে পারে সেদিকে লক্ষ্য রেখে বন বিভাগ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সহকারী বন সংরক্ষক আরও জানান, এর মধ্যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে। তাছাড়া স্মার্ট টিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়