ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে দুই ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমানা

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১০ মে ২০২১  
গাজীপুরে দুই ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং কেকের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকায় দুই ব্যবসায়ীকে এবং মাস্ক ছাড়া বাজারে ঘোরাফেরা করার দায়ে ৩ জনকে ৫টি পৃথক মামলায় ১৫ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ মে) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।

জানা গেছে, কালীগঞ্জের আওড়াখালী বাজারে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর ও মাস্ক পরিধানের উপর জোর প্রচারণা চালানো হয়। এছাড়াও মাস্ক ছাড়াই বাজারে ঘোরাফেরা করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ জনকে ১শ টাকা করে মোট ৩শ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং কেক এর মোড়কে উৎপাদন ও মেয়াদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৩৭ ধারায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ির প্যাকেট প্রস্তুত, মজুদ ও বিক্রির অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রফিক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়