ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঘরে হামলা, আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১১ মে ২০২১   আপডেট: ০৮:৫৭, ১১ মে ২০২১
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঘরে হামলা, আহত ৩

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের সেলিম মিয়ার ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

দুর্বৃত্তরা হামলা করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় ঘরের মালিক সেলিম মিয়া (৪০), তার স্ত্রী হেলেনা আক্তার (২৫) ও ছোট ভাইয়ের স্ত্রী আমিরুন্নেছা (২৪) আহত হন।

সোমবার (১০ মে) রাতে সেলিম মিয়া জানান, দুর্বৃত্তরা তার কলেজ পড়ুয়া মেয়েকে প্রায়ই ইভটিজিং করে। তিনি এর প্রতিবাদ করেন। তাই তারা ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে ইফতারের আগে তার ঘরে হামলা চালায়। এতে তারা তিনজন আহত হন। স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি তিনি হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত করেছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, বিষয়টি সম্পর্কে জেনে পদক্ষেপ নেওয়া হবে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়