Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৩ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪২৮ ||  ০২ জিলক্বদ ১৪৪২

ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১১ মে ২০২১   আপডেট: ১২:৩৩, ১১ মে ২০২১
ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে ইউপি সদস্য নিহত

যশোরের ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস‌্য মারা গেছেন। 

মঙ্গলবার (১১ মে) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে হাজিরবাগ ইউনিয়নের সদস্য নাজমুল আলম লিটন বাড়ির পাশের একটি বাগানে বোমা বানাচ্ছিলেন। এসময় তা বিস্ফোরিত হয়। এতে লিটনের দুই হাত উড়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরিবারের সদস্যরা আহত লিটনকে প্রথমে খুলনা আড়াই শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে লিটন মারা যান। পরে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।

এ বিষয়ে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সাকিরুল কবীর/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়