ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিমুলিয়ায় চলছে ১৪ ফেরি, চাপ নেই যাত্রীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১১ মে ২০২১  
শিমুলিয়ায় চলছে ১৪ ফেরি, চাপ নেই যাত্রীর

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ (মঙ্গলবার) ১৪ টি ফেরি চলাচল করছে। এতে স্বাভাবিক হয়ে উঠেছে যাত্রী ও যানবাহন পারাপার। ঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের তেমন কোনো চাপ নেই।

প্রতিটি ফেরিতে স্বাভাবিকভাবেই অ্যাম্বুলেন্স, পিকআপ, প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহন পারাপার হতে দেখা গেছে। একই সঙ্গে পার হচ্ছেন ঘরমুখো যাত্রী সাধারণও।

বিআইডব্লিউটিসির উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি কমেছে। একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে ঘাট থেকে।

মঙ্গলবার (১১ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ।

তিনি জানান, নৌরুটে ১৪ টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ৩ টি রো-রো ফেরি, ৫ টি ডাম্প ফেরি ও ৬ টি কে-টাইপ ফেরি রয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট এলাকায় পণ্যবাহী তিন শতাধিক ট্রাক রয়েছে। তবে তা পারাপারে অপেক্ষা করতে হচ্ছে না। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে ফেরিতে তেমন কোনো চাপ নেই। ঘাটে যে পরিমাণ যানবাহন রয়েছে, তা স্বাভাবিকভাবেই পারাপার করা হচ্ছে।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়