ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নদীভাঙা ৪০০ শিশুর মুখে ঈদের হাসি 

লক্ষ্মীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১১ মে ২০২১  
নদীভাঙা ৪০০ শিশুর মুখে ঈদের হাসি 

৪০০ শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আলোকযাত্রা-কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক’ লক্ষ্মীপুর দল। টানা চতুর্থবারের মতো তারা দুঃস্থ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করলো।

মঙ্গলবার (১১ মে) বিকেরে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙন কবলিত নদীপাড় ও সদর-কমলনগর একাংশের দ্বীপ চর শামছুদ্দিনের শিশুদের মাঝে এসব ঈদবস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বিজয়। 

২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এ ব্যতিক্রমী উদ্যোগ নেন স্থানীয় কলেজছাত্র জুনাইদ আল হাবিব।
জুনাইদ আল হাবিব জানান, নদীভাঙা মানুষকে ভালোবাসি। নদীভাঙা মানুষকে নিয়ে স্বপ্ন দেখি। সেজন্য এই উদ্যোগ। 

উল্লেখ্য, ২০১৭ সালে সর্বপ্রথম ৬৫ জন শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়। ২০১৮ সালে ৩৫০ জন। এরই ধারাবাহিকতায় এবার চার শতাধিক শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হলো।

জাহাঙ্গীর লিটন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়