ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুড়িমারী বন্দর দিয়ে ১৮০ জনের বাংলাদেশে প্রবেশ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৫, ১২ মে ২০২১  
বুড়িমারী বন্দর দিয়ে ১৮০ জনের বাংলাদেশে প্রবেশ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১১ মে পর্যন্ত ১৮০ জন বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। এদের মধ্যে, ব্যবসায়ী, রোগী আর ৪৩ ছাত্র-ছাত্রী রয়েছেন।

বুড়িমারী ইমিগ্রেসন পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এদের বেশির ভাগ মানুষের বাড়ি রংপুর, ঢাকা, কুমিল্লার মতো বড় শহরে। কোয়ারাইনটাইনে থাকা মানুষজন অনেকটা বিমর্ষ। থাকা-খাওয়া খরচ তাদেরকেই বহন করতে হচ্ছে।

সূত্রটি রাইজিংবিডিকে জানিয়েছে, বুড়িমারী দুটি ডাকবাংলোতে ৬ জন, হোটেল সামটাইমে ২৬ জন, হোটেল এভরিডেতে ১৪ জন কোয়ারেন্টাইনে রয়েছে। পাটগ্রামের হোটেল রাজে ৩২ জন, হোটেল সাদিকে ১৩ জন রয়েছে। লালমনিরহাট সদরের হোটেল খানে ৬০ জন রয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান রাইজিংবিডিকে বলেন, আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। ৮৯ জনকে হসপিটালে রাখা হয়েছে, ৯১ জন কোয়ারাইনটাইনে। কিছু মানুষের রুচিবোধের বিষয় আছে। তারা উপজেলা পর্যায়ে থাকতে চাচ্ছেনা। ১০০ জনের বেশি পাটগ্রামে রাখা সম্ভব না। এর পরে ২০ জন ২৫ জন করে আসলে আমরা রাখতে পারবো না।’

ফারুক/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়