ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ  

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১২ মে ২০২১  
গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ  

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।   

বুধবার (১২ মে) সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় স্টাইল ক্রাফট কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। 

কারকানার শ্রমিক মোস্তাফিজুর রহমান জানান, স্টাইল ক্রাফট কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করেন। তাদের বোনাস দিয়েছে ৩ দিন আগে কিন্তু বেতন এখনও দেয়নি।

ফয়সাল নামে আরেক শ্রমিক বলেন, ‘মঙ্গলবার আমরা বেতনের দাবিতে আন্দোলন শুরু করি। পরে মালিকপক্ষ আশ্বাস দেওয়ায় সবাই শান্ত ছিলো। কিন্তু শেষ পর্যন্ত বেতন দেয়নি। এ কারণে আজ সকাল থেকে আন্দোলন করা হচ্ছে।’


রবিউল সুমন নামে এক শ্রমিক বলেন, ‘৪ হাজার শ্রমিকের মধ্যে ৩০ ভাগ শ্রমিকের বেতন দিয়েছে। কিন্তু আর কেউ পায়নি। আমরা ঈদ করবো কীভাবে।’ 

কারখানার ব্যবস্থাপকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শ্রমিকদের বেতনের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়