ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৪ মে ২০২১  
মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ 

গাড়ি চলাচল, আর্থিক সহায়তাসহ ৫ দফা দাবিতে ঈদের দিনেও গোপালগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস-ট্রাক মালিক ও শ্রমিকেরা।

জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

শুক্রবার (১৪ মে) দুপুর ১২টায় জেলা শহরের বেদগ্রাম বাস টার্মিনালের সামনে ঢাকা-খুলনা সহাসড়কের ওপর কর্মসূচি পালন করেন তারা। 

মানববন্ধন চলাকালে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মো. বুলবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, শমিক নেতা সরু মোল্যা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আল আমিন মোল্যা, সাধারণ সম্পাদক মিচু কাজী বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় তারা সড়ক মহাসড়কে বাস-ট্রাক চলাচল, শ্রমিকদের ১০ টাকা মূল্যের চাল দেওয়া, এক বছরের ট্যাক্স মওকুফ, ঈদ বোনাস ও আর্থিক সহায়তার দাবি জানান।

বাদল সাহা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়