ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দূরপাল্লার বাস চলাচলসহ ৫ দাবিতে পরিবহন শ্রমিকদের অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৪ মে ২০২১  
দূরপাল্লার বাস চলাচলসহ ৫ দাবিতে পরিবহন শ্রমিকদের অবস্থান কর্মসূচি

দূরপাল্লার বাস চলাচল এবং সারাদেশের পরিবহন শ্রমিকদের ১০ টাকায় চাল সরবরাহসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৪ মে) টাঙ্গাইল বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে। 

এ সময় বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবারিয়া বড় মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস প্রমুখ।

বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে বাসের রেজিষ্ট্রেশন, রোড পারমিট, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য ফ্রি করতে হবে। মহাসড়কে ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে  যাত্রী বহন করা হলে মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে। তাদের এই দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

টাঙ্গাইল/আবু কাওছার/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়