ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদের পরের দিনেও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৫ মে ২০২১   আপডেট: ১৭:০১, ১৫ মে ২০২১
ঈদের পরের দিনেও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ

ঈদের পরের দিনেও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ির চাপও ছিল চোখে পড়ার মতো। 

শনিবার (১৫ মে) বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত কয়েক হাজার যাত্রী পারাপার হয়েছে। 

এদিন পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে ৪০০ থেকে ৫০০ যাত্রী পার হয়েছেন। আবার দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে প্রতিটি ফেরিতে ৭০০ থেকে ৮০০ যাত্রী পারাপার হয়েছেন।

বিআইডাব্লিউটিসির সহ-মহাব্যাবস্থাপক (বাণিজ্য) ফিরোজ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আজ ১২টি ফেরি চলাচল করছে। প্রতিটি ফেরিতে প্রচুর যাত্রী পারাপার হচ্ছেন। তবে যানবাহনের চেয়ে গাড়ির সংখ্যা নিতান্ত কম।

কুষ্টিয়াগামী আশরাফুল ইসলাম (৩৭) নামের এক যাত্রী বলেন, ‘ঈদের আগে যানজট এবং ভোগান্তি হয়। সে কারণে ঈদের পরেই স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছি। তবে আজকেও প্রচুর ভিড় দেখছি।’

প্লাবন খান (৩৫) নামের এক ব্যাংকার বলেন, ‘ছুটি ছিল। শুনছি আবার লকডাউন বাড়বে। তাই ঝামেলা এড়াতে আগেই ঢাকায় ফিরছি।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবির জানান, যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ সামলাতে যথেষ্ট পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা সচেতন রয়েছেন।

সুকান্ত বিশ্বাস/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়