Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২১ জুন ২০২১ ||  আষাঢ় ৭ ১৪২৮ ||  ০৯ জিলক্বদ ১৪৪২

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, মা-ছেলে নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১৫ মে ২০২১   আপডেট: ১৭:১৯, ১৫ মে ২০২১
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, মা-ছেলে নিহত

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার

গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন।

শনিবার (১৫ মে) বিকেলে সদর উপজেলার চর পাথালিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের তারালী মোল্যার স্ত্রী মরিয়ম বেগম (৪২) ও তার ছেলে প্রাইভেটকারের চালক মহিদুল মোল্যা (২৫)। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, একই পরিবারের আট সদস্য একটি প্রাইভেটকারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেড়ানো শেষে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রাইভেটকারটি সদর উপজেলার চর পাথালিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুছড়ে যায়। এতে চালক মহিদুল মোল্যা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরিয়ম বেগম। গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়