ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৫ মে ২০২১  
জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

নীলফামারীর ডোমারে নিজের জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধা শরীফুল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৫ মে) সকাল ১০টার দিকে পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডোমার খানায় লিখিত অভিযোগ করেছেন ওই মুক্তিযোদ্ধার ছেলে মো. তানভির ইসলাম সিদ্দিকী (তন্ময়)। 

অভিযোগ সূত্রে জানা গেছে, চিকনমাটি মৌজার জে এল ২২, খতিয়ান নং-ডিপি ১৩৭৭ এর ১৪ শতকের মধ্যে ছয় শতক জমি মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দীর্ঘদিন হতে ভোগদখল করে আসছেন। ওই জমির একাংশে তাদের পরিবারের অনেকের কবরও রয়েছে। 

শনিবার সকাল ১০টার দিকে ডোমার বাজার রেলগেট এলাকার নুর ইসলামের (৫৫) নেতৃতে তারে ছেলে পার্থ ইসলাম (৩৩), শাহিনুর ইসলাম (৪১), মো. বাচ্চু (৩৫), মো. শামিম (৫০) ও মো. আতিউর রহমান (৬০) জমিটি দখলের চেষ্টা করে। 

এসময় বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম ও তার ছেলে তন্ময় বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মুক্তিযোদ্ধা শরিফুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করে। এতে শরিফুল ইসলাম মাটিতে পড়ে যান। সেসময় নুর ইসলাম তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে ও নাকে ঘুষি মারে। 

এসময় এলাকাবাসী ছুটে গিয়ে শরিফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিথুন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়