ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৫ দিনের ছুটি শেষে ভোমরায় আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৬ মে ২০২১  
৫ দিনের ছুটি শেষে ভোমরায় আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটি শেষে আবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।  

রোববার (১৬ মে) সকাল ১১ টার পর থেকে যথারীতি এই আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা করে ৫ দিনের জন্য উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার পর আজ সকাল ১১ টার পর থেকে আবারও কার্যক্রম শুরু হয়েছে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ জানান, পবিত্র ঈদুল ফিতরের ৫ দিনের ছুটি শেষে ভোমরা স্থল বন্দরে কার্যক্রম চালু হয়েছে।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়