ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ মে ২০২১  
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে। রোববার (১৬ মে) সকাল থেকে এ পথে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করে।

আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল স্থলবন্দর এলাকায় বেড়েছে কর্মব্যস্ততা। আমদানি পণ্যের ট্রাকের দীর্ঘ লাইন পড়তে দেখা গেছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে দ্রুত পণ্য খালাসের জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্টের কার্গো সুপার স্বপন কুমার দাস জানান, সকাল ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৫০টি ট্রাকে পণ্য আমদানি করা হয়েছে।

বন্দরের কর্মকর্তারা জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০ থেকে ৪৫০ ট্র্রাকে পণ্য আমদানি এবং ১৫০ থেকে ২০০ ট্রাকে পণ্য রপ্তানি হয়ে থাকে। আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক ও খাদ্যদ্রব্য রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য উল্লেখযোগ্য। 

প্রতিবছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে বলে জানান তারা। 
 

রিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়