ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমারখালীতে কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১৭ মে ২০২১  
কুমারখালীতে কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের ২৬ দিন পর ময়নাতদন্তের জন্য শিলা (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমীনের উপস্থিতিতে কুমারখালী থানা পুলিশ পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত গৃহবধূ শিলা কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জলের স্ত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি কর্মকার জানান, ১৯ এপ্রিল মারা যান গৃহবধূ শিলা। ২০ এপ্রিল সকাল ৯টায় তাকে দাফন করা হয়। দাফনের পাঁচদিন পরে ২৫ এপ্রিল শিলাকে হত্যা করা হয়েছে বলে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দেন নিহতের ভাই আব্বাস মিয়া। 

পরে আদালতের নির্দেশে ৪মে কুমারখালী থানায় মামলা রুজু হয়। মামলা নম্বর-৬। পুলিশ তদন্তের স্বার্থে মরদেহের ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হলে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন।

কাঞ্চন কুমার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়