ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৮ মে ২০২১   আপডেট: ১৩:৪৫, ১৮ মে ২০২১
সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবর্ষ উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলায় আনন্দমুখর পরিবেশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

আলাদীপুর-হরিপুর তরুণ প্রজন্ম সংঘ উপজেলার সাপাহার-পোরশা জিরো পয়েন্টের হরিপুর খেলার মাঠে সোমবার (১৮ মে) ফাইনাল খেলার আয়োজন করে। দিনভর টুর্নামেন্ট ঘিরে সেখানে মেলা বসে। খেলা দেখতে আশপাশের গ্রামের মানুষ ভিড় করে। 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় আলাদীপুর-হরিপুর তরুণ প্রজন্ম সংঘ ও আগ্রাদ্বিগুন ক্রিকেট একাদশ। আলাদীপুর-হরিপুর তরুণ প্রজন্ম সংঘ আগে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে, ৮ উইকেটে ১১২ রান করে। এই স্কোরের নিচে চাপ পড়ে আগ্রাদ্বিগুন ক্রিকেট একাদশের ইনিংস বেশি দূর এগোয়নি। ১১ ওভার ৩ বলে অলআইট হয়ে মাঠ ছাড়ে তারা। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

চ্যাম্পিয়ন দলকে ফ্রিজের মূল্য হিসেবে ২০ হাজার টাকা ও রানারআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি মনিটর তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন, গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান। সভাপতিত্ব করেন আলাদীপুর-হরিপুর তরুণ প্রজন্ম সংঘের সভাপতি আব্দুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক তৌহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল চৌধুরী রানা প্রমুখ। 

গত বছরের ১৭ মার্চ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী ও সাপাহার থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই। 

পুতুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়