ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জ পুলিশ লাইন ও ফাঁড়িতে ৩৪০টি ফলের গাছ রোপণ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৮ মে ২০২১  
হবিগঞ্জ পুলিশ লাইন ও ফাঁড়িতে ৩৪০টি ফলের গাছ রোপণ

হবিগঞ্জে পুলিশের উদ্যোগে ৩৪০টি ফলের গাছ রোপণ করা হয়েছে। এরমধ্যে হবিগঞ্জ পুলিশ লাইনে ২শ এবং কুরশা খাগাউড়া গ্রামে অস্থায়ী পুলিশ ফাঁড়িতে ১৪০টি গাছ রোপণ করা হয়।

মঙ্গলবার (১৮ মে) সকালে ফলের গাছ রোপণ উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম।  

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ফলের গাছ রোপণে একাধিক লাভ। গাছ বড় হয়ে ফল দিবে। পাওয়া যাবে মুক্ত অক্সিজেন।  জ্বালানী কাঠ পাওয়া যাবে। আবার বিষমুক্ত ফল খেতে পারবে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। রোপণকৃত গাছগুলো উন্নতজাতের, এতে দ্রুত ফল আসবে বলে আশা করি।

পর্যায়ক্রমে জেলার প্রত্যেক থানা ও পুলিশ ফাঁড়িতে এসব ফলের গাছ রোপণ করা হবে বলেও জানান তিনি।

হবিগঞ্জ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জে জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়