ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৯ মে ২০২১  
চট্টগ্রামে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ 

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত পদ্মা ওয়্যারস লিমিটেড নামে এক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা নগরীর ইপিজেড সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বকেয়া বেতন না দিনে মালিক তিন মাস আগে কারখানা বন্ধ করে পালিয়ে গেছেন বলে তারা জানান।

আনোয়ারা বেগম নামে আন্দোলনরত এক শ্রমিক রাইজিংবিডিকে বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছেন পদ্মা ওয়্যারস লিমিটেডের মালিক। বন্ধ করে দেওয়ার আগে শ্রমিকদের কয়েক মাসের বেতন, গ্র্যাচুয়িটি পরিশোধ করেনি। এ ব্যাপারে বেপজা কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও কোনো সমাধান না পাওয়ায় আমরা সড়কে নেমেছি।’ 

ঘটনাস্থল থেকে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) সাজেদ কামাল জানান, বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আলোচনার মাধ্যমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন উক্ত এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়