ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জয়নগর চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২২ মে ২০২১   আপডেট: ১১:৩৫, ২২ মে ২০২১
জয়নগর চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট দিয়ে ৫ দিনে ভারতে আটকে পড়া মোট ৪১৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ৩ নারীসহ ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ভারত ফেরত এসব যাত্রীদেরকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ও আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার (২২ মে) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিস সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ঘটনার সত‌্যতা নিশ্চিত করছেন। 

সিভিস সার্জন জানান, ২১ মে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত  ভারত থেকে শিশুসহ ৮১ জন নারী-পুরুষ ও দেশে ফেরেন। এনিয়ে গত ৫ দিনে মোট ৪১৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ‌্যে ৪০৫ জনকে জেলার চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে ও আইসোলেশনে রাখা হয়েছে। আর ১০ জনকে ঝিনাইদহের একটি সেন্টারে রাখা হয়েছে।

তবে, স্থান সংকুলান না হওয়ার কারণে আজ (২২ মে) ভারত থেকে দেশে ফেরতদেরকে কুষ্টিয়াতে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।

উল্লেখ্য, এই চেকপোস্ট দিয়ে গত ১৭ মে ১১ জন, ১৮ মে ৭২ জন, ১৯ মে ১৩৩ জন, ২০ মে ১১৮ জন, ২১ মে পর্যন্ত ৮১ জনসহ মোট ৪১৫ জন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়