ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই কন্টেইনারে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২২ মে ২০২১   আপডেট: ১৩:২৯, ২২ মে ২০২১
চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই কন্টেইনারে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে একটি পণ্যবোঝাই কন্টেইনারে লাগা  আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২২ মে) সকাল ৯টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

এরপর সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহেদুর রহমান ঘটনার সত্যতা রাইজিংবিডিকে নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সকালে অক্সিজেন সাপ্লিমেন্ট ফিশ পন্ডস ওডিয়াম কার্বোনেট ট্যাবলেটস নামের নন ডেঞ্জারাস পণ্য ঘোষিত একটি কন্টেইনারে আগুন লাগে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস এবং বন্দরের বাইরে থেকে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি। এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে একটি মাত্র কনটেইনার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়