ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বান্দরবানে ট্রিপল মার্ডার, আটক ৬

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২২ মে ২০২১  
বান্দরবানে ট্রিপল মার্ডার, আটক ৬

বান্দরবানের লামা পৌরসভা এলাকার চাম্পাতলী গ্রামে নিজ বাড়িতে কুয়েত প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মে) সকালে জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগমের ছয় স্বজনকে আটক করা হয়। এর আগে শুক্রবার (২১ মে) দুই সন্তানসহ হত্যার শিকার হন মাজেদা বেগম।

আটকরা ছয় জন হলেন— নিহত মাজেদা বেগমের দেবর আবদুল খালেক ও শাহ আলম, নিহত মাজেদা বেগমের বড় বোন রাহেলা বেগম, রাহেলার স্বামী আবদুর রশিদ, হাফেজ সাঈদুর রহমান ও দোকানদার রবিউল ইসলাম। 

এদিকে শনিবার দুপুরে নিহত মাজেদা বেগমের মা লালমতি খাতুন বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে প্রবাসী নুর মোহাম্মদের বড় স্ত্রীর মেয়ে রাবেয়া ইয়াছমিন জানান, তার মা গত বৃহস্পতিবার (২০ মে) ব্যাংক থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেছিলেন।

নিহত মাজেদা বেগমের শাশুড়ি ছকিনা খাতুন জানান, তাদের ঘরে আনুমানিক ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ছিল। টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করার জন্যই এ হত্যাকাণ্ড হতে পারে।

বান্দরবান র্যাবের কোম্পানী কমান্ডার এএসপি নিত্যানন্দ দাশ জানান, পুলিশ ও পিবিআই-এর পাশাপাশি র্যাবও ঘটনার ছায়া তদন্ত করবে। দুয়েকদিনের মধ্যে হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি।’

এস বাসু দাশ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়