Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০২ জমাদিউল আউয়াল ১৪৪৩

যশোরে ওয়ালটনের শতভাগ ক্যাশব্যাক জিতলেন কালাম

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৫, ২২ মে ২০২১  
যশোরে ওয়ালটনের শতভাগ ক্যাশব্যাক জিতলেন কালাম

যশোরের আর এন রোডস্থ ওয়ালটনের শোরুম থেকে ‘ওয়ালটন এসিতে ২০০% পর্যন্ত ক্যাশব্যাক আনন্দে মজুন’ ডিজিটাল ক্যাম্পেইন অফারে রেজিস্ট্রেশন করে গেল ২৯ এপ্রিল ১০০% ক্যাশব্যাক পেয়েছিলেন যশোর শহরের লোন অফিসপাড়ার মো. কালাম।

আজ শনিবার (২২ মে) বিকালে তার হাতে আনুষ্ঠানিকভাবে অফারটি তুলে দেন ওয়ালটনের যশোর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার সাব্বির হোসেন, ক্রেডিট ম্যানেজার আমিনুর ইসলাম ও আর এন রোড শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

এ সময় গাড়িখানা ওয়ালটন প্লাজা, নিউমার্কেট, পালবাড়ি এবং ওয়ালটন সাভিঋস সেন্টারের ম্যানেজারগন উপস্থিত ছিলেন।

রিটন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়