Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২৩ মে ২০২১   আপডেট: ২১:০৫, ২৩ মে ২০২১
চট্টগ্রামে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি 

ঘূর্ণিঝড় 'ইয়াস' বাংলাদেশে ২৫ বা ২৬ মে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতিকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন উপকূলের সব উপজেলার ইউএনও, এসিল্যান্ড, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পিআইও ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে। 

এছাড়াও আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার করে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য ভৌত অবকাঠামো প্রস্তুত করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওগুলো প্রস্তুত রাখা হয়েছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্যসামগ্রী মজুদ আছে এবং পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাসহ মাইকিং করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোমিনুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়