ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভুট্টা ক্ষেতের জালে বিশাল অজগর

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৪ মে ২০২১   আপডেট: ১১:৫৮, ২৪ মে ২০২১
ভুট্টা ক্ষেতের জালে বিশাল অজগর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতের জালে আটকা পড়েছে ৬ ফুট লম্বা ১২ কেজি ওজনের এক অজগর।

রোববার (২৩ মে) পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নে একটি ভুট্টাক্ষেতের বেস্টনির জালে সাপটিকে আটকে থাকতে দেখেন স্থানীয়রা।

অজগরটি উদ্ধারের পর রাতে সংরক্ষিত শালবনে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়েছে স্থানীয় বন বনবিভাগ।   

স্থানীয়রা জানান, মো. লুতু মিয়া নামে এক ব্যক্তি ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিশালাকার অজগর সাপটিকে জালে আটক অবস্থায় দেখতে পান। এ সময় লুতু মিয়া চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অজগরটি আটক করে খাচায় বন্দি করে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সাপটিকে উদ্ধার করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল চন্দ্র রায় বলেন, সাপটি সম্ভবত নদীপথে খাবারে সন্ধানে বাংলাদেশে প্রবেশ করেছে। অজগরটি সুস্থ আছে। শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিলো না। রোগ ব্যাধি নাই। অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুর বিভাগীয় সহকারি বন সংরক্ষণ কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, অজগরটি উদ্ধারের পর আমাদের হাতিবান্ধা ইউনিটকে হস্তান্তর করা হয়েছে। আমি লালমনিরহাটের অতিরিক্ত দায়িত্বে আছি। এ বিষয়ে আমাকে আগে কিছুই জানানো হয়নি। রাত ৮টার দিকে হাতিবান্ধার সংরক্ষিত শালবনে ছেড়ে দেওয়া হয়েছে। আশে পাশে আমাদের আর কোনো বনজঙ্গল নেই। এর আগেও এরকম করা হয়েছে।

ফারুক আলম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়