ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরগুনায় নিম্নাঞ্চল প্লাবিত

বরগুনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২৫ মে ২০২১   আপডেট: ১৩:২৩, ২৫ মে ২০২১
বরগুনায় নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বরগুনাতে নদীর পানি বেড়েছে। এতে জেলা সদরের থানাপাড়া, কলেজরোড, চরকলোনী ও তালতলী উপজেলার খোট্টারচড় এলাকার কয়েকহাজার বসতঘরে পানি ঢুকেছে। পানিতে ভেসে গেছে ২৫টি ঘের ও প্রায় ৭০টি পুকুরের মাছ।

সদরের থানাপাড়া এলাকার আবির মাহমুদ রাইজিংবিডিকে বলেন, ‘সোমবার (২৫ মে) সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দুপুর ১২টার দিকে জোয়ারের পানি উঠে যায় থানাপাড়া এলাকায়।’

কলেজ রোড এলাকার বাসিন্দা ও টেলিকম ব্যবসায়ী মাইনুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল পর্যন্ত বরগুনার আবহাওয়া স্বাভাবিক ছিলো। তবে আজ সকালে পানিতে তলিয়ে গেছে আমাদের বসতঘর।’

চরকলোনী এলাকার শাফিন আহমেদ বলেন, ‘চরকলোনীর কয়েকশ ঘরে পানি ঢুকেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার।’

তালতলীর খোট্টার চড়ের সুলতান মিয়া বলেন, ‘বলেশ্বরের পানি বেড়ে  প্লাবিত হয়েছে খোট্টারচড়। আমার মাছের ঘের ভেসে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

একই এলাকার বাসিন্দা হাইরাজ মাঝি বলেন, ‘জোয়ারের পানিতে এলাকার ২৫টি মাছের ঘের প্লাবিত হয়েছে।’

বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম রাইজিংবিডিকে বলেন, ‘জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপৎসীমার আড়াই ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পায়রা নদীর পানি বিপৎসীমার ৬ ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝূঁকিপূর্ণ রয়েছে।’

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, মাছের ঘেরের ক্ষয়-ক্ষতির কথা তারা জানেন। পরে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে। সবাইকে সতর্ক থেকে প্রশাসনের কথা মেনে চলার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন:## সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী 

## খুলনায় উচ্চ ঝুঁকিতে ২০ কিলোমিটার বেড়িবাঁধ

##প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ শক্তি বাড়াচ্ছে

## ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে বাগেরহাটে নদীর পানি বেড়েছে 

##দিঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

ইমরান হোসেন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়