ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝালকাঠিতে প্রস্তুত ৫৫০ আশ্রয়কেন্দ্র 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৫ মে ২০২১   আপডেট: ১৪:১০, ২৫ মে ২০২১
ঝালকাঠিতে প্রস্তুত ৫৫০ আশ্রয়কেন্দ্র 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় উপকূলীয় জেলা ঝালকাঠিতে ৫৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ আশ্রয় কেন্দ্রগুলোতে ১ লাখ ১৭ হাজার ৮৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। জেলায় ৩৭টি মেডিক‌্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে ঝালকাঠির আকাশ মেঘাছন্ন রয়েছে। সোমবার রাতে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় রেডক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যবিভাগসহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের আনসার-ভিডিপি সদস্যসহ সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।  
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঝালকাঠি অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াস ক্ষয়ক্ষতি মোকাবিলায় জেলায় ৮৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অলোক সাহা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়