ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইয়াস মোকাবিলায় চসিকের ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২৫ মে ২০২১   আপডেট: ১৩:৩৬, ২৫ মে ২০২১
ইয়াস মোকাবিলায় চসিকের ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৬০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী দুপুরে এই তথ্য জানিয়েছেন।

চসিক মেয়র জানান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে জানমালের সুরক্ষায় সিটি করপোরেশন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং মেডিক্যাল টিম। কন্ট্রোল রুমের নম্বর ০৩১ ৬৩৩৬৪৯।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় আশ্রয়কেন্দ্রের পাশাপাশি ৪ হাজার সিপিপি ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে বলা হয়েছে। চসিকের আওতাধীন সমুদ্র তীরবর্তী এলাকা পতেঙ্গা, হালিশহর, কাট্টলীসহ আশেপাশের এলাকায় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।  আবহাওয়া দপ্তরের সতর্কতা সংকেতের ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
 

রেজাউল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়