ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পটুয়াখালীতে ১৪ গ্রাম প্লাবিত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৫ মে ২০২১   আপডেট: ১৪:০৭, ২৫ মে ২০২১
পটুয়াখালীতে ১৪ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এছাড়া, ধানখালী ইউনিয়নের দেবপুরের বেড়িবাঁধ ভেঙে ৪টি গ্রাম প্লাবিত হয়ে ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

ওইসব এলাকার মানুষের রান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েকশ পুকুর ও ঘের পানিতে তলিয়ে গেছে। রাতে পানির চাপ আরও বাড়তে পারে বলে জানান এলাকাবাসী। 

মঙ্গলবার (২৫ মে) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ‘পানিবন্দি এসব মানুষের নিরাপদ আশ্রয়সহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে।’

ইমরান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়