ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্যান্সারের কাছে হেরে গেলেন খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৬ মে ২০২১   আপডেট: ১২:৩১, ২৬ মে ২০২১
ক্যান্সারের কাছে হেরে গেলেন খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি

খ্যাতিমান ড্রামার ও সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

বুধবার (২৬ মে) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রনির দীর্ঘদিনের বন্ধু গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী।

শহীদ মাহমুদ জানান, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুব্রত বড়ুয়া। দিনদিন বাড়ছে সংক্রমণ। তবে, হাল ছাড়েননি শিল্পী। দূরারোগ্য এই ব্যাধির সঙ্গে বেঁচে থাকার লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। 
জানা যায়,  গত বছরের ফেব্রুয়ারির শেষের দিকে সুব্রত বড়ুয়া রনির ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তার চিকিৎসা অব্যাহত ছিলো। এক পর্যায়ে ক্যান্সার ফুসফুস থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। বুধবার তিনি পরলোক গমন করেন। রনির মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ‌্য, চট্টগ্রামের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ রনি সঙ্গীতের ভুবনে আছেন পাঁচ দশক ধরে। স্বাধীনতার কয়েক বছর পর চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ গঠন করেন গানের দল সোলস। সেই সোলস-এর অন্যতম প্রতিষ্ঠাতা সুব্রত বড়ুয়া রনি। সেই ব্যান্ডের হয়েই সুদীর্ঘ পথচলা তার। 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়