Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৪ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

ঘূর্ণিঝড়ে শিমুলিয়া ফেরিঘাটের ২ নম্বর পন্টুন ভেঙে গেছে 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৬ মে ২০২১   আপডেট: ১৪:০১, ২৬ মে ২০২১
ঘূর্ণিঝড়ে শিমুলিয়া ফেরিঘাটের ২ নম্বর পন্টুন ভেঙে গেছে 

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢেউয়ের চাপে ভেঙে গেছে শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাটের পন্টুন।

বুধবার (২৬ মে) বেলা ১২ টার দিকে এঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন  (বিআইডব্লিউটিএ)  শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

আলী আহমেদ জানান, আজ বেলা ১২টার দিকে প্রবল ঢেউয়ে ২ নম্বর পন্টুনটি ভেঙে দুইভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাটের পাশেই ভাঙা অংশগুলোকে নোঙর করে রাখা হয়েছে। সে ঘাটে থাকা ফেরিগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

এর আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ শতাধিক যানবাহন ও সহস্রাধীক যাত্রী রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম  জানান, মঙ্গলবার রাত থেকে যাত্রীবাহী সকল নৌযান চলাচল বন্ধ করার আদেশ দেয় কর্তৃপক্ষ। ফলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী ৮৭টি লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি শান্ত হলে আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়