ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিলো সব

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪২, ২৭ মে ২০২১   আপডেট: ০৯:০২, ২৭ মে ২০২১
ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিলো সব

ঘূর্ণিঝড় ইয়াস কেরে নিলো আমার সব। দোকানে মালামাল ছিল। তা রেখে জীবন বাঁচাতে চলে গেছি। সকালে এসে দেখি মেঘনার পানি এসে দোকানের ভিটেমাটি সব কেড়ে নিয়ে গেছে।

দোকানের মালামালগুলোও সরাতে পারিনি। সব পানির স্রোতে চলে গেছে। কিছুই সরাতে পারিনি। এ কথাগুলো বুধবার (২৬ মে) বিকালে বলেন ভোলা সদর উপজেলার শিবপুর উপজেলার ভোলার খাল এলাকার চায়ের দোকানদার মো. সুমন।

এ দোকান দিয়েই তার সংসার চলতো। তিনি আরও জানান, মানুষের অনেক ধারদেনায় রয়েছি। কোন সহযোগিতা না পেলে পরিবার নিয়ে কষ্টে থাকতে হবে। সব হারিয়ে নিঃস্ব হয়ে পরেছি।

তবুও মানুষকে নিয়ে দোকানের মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। নদীর পাড়ে যাদের বসবাস তারা এভাবেই এসকল ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকেন। এরকম আরও দুটি দোকানও পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোলার খাল বেড়িবাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবপুর এলাকার বাসিন্দা আঃ রহিম জানান, এ বেড়িবাঁধে ৩টি দোকান করে সংসার চালাতেন তারা। ইয়াসের প্রভাবে তাদের সব শেষ হয়ে যায়। গতকাল রাতে বেড়িবাঁধগুলো ভেঙে যায়।

মালেক/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়