Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

২৫ বছর ধরে নিঃস্বার্থভাবে মুসল্লিদের জুতা গুছিয়ে রাখেন বৃদ্ধ

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০২, ৩০ মে ২০২১   আপডেট: ১৪:৫০, ৩০ মে ২০২১
২৫ বছর ধরে নিঃস্বার্থভাবে মুসল্লিদের জুতা গুছিয়ে রাখেন বৃদ্ধ

বৃদ্ধ আব্দুর রশীদ (৭২) দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে ভোলার বোরহানউদ্দিনে মির্জাকালু বাজার (বর্তমান) হাসান নগরের কাজিরহাট উত্তর মাথা জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের জুতা গুছিয়ে রাখেন৷

এতে নামাজ শেষে বের হয়ে সহজেই মুসল্লীগণ জুতা পরিধান করতে পারেন ৷

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের টাকায় ছোটদের বিভিন্ন রকমের খাবার কিনে পকেটে রাখেন আব্দুর রশীদ।

পাশাপাশি ছোট ছেলে-মেয়েদের আল্লাহর জিকির করানো ও মেয়েদের মাথায় কাপড় দেয়ার বিনিময়ে খাবার বিতরণ করেন তিনি। অসহায়, অসচ্ছল, অভাবী হয়েও তার এমন ধর্মীয় কার্যক্রম স্থানীয় সকলেরই হৃদয় ছুঁয়েছে।

ওই এলাকার বাসিন্দা মো: হাছনাইন আহমেদ জানান, দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে নিঃস্বার্থভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসা মুসল্লিদের যাতে কষ্ট না হয় এ জন্য জুতাগুলো গুছিয়ে রাখেন। বিষয়টি সবার নজর কেড়েছে। এত বৃদ্ধ বয়সে ইসলামের জন্য কিছু করতে পেরে তিনি খুশি থাকেন। এর জন্য কোন বিনিময় চাচ্ছেন না। আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুন।

আবদুল মালেক/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়