ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ১২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৩০ মে ২০২১   আপডেট: ০৯:১০, ৩০ মে ২০২১
মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ১২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে ১২ জনই হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ ফেরত। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

শনিবার (২৯ মে) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তরা শ্রীমঙ্গলের প্লাস্টিক ব্যবসায়ী। ঈদে তারা ঘুরতে বাড়িতে গিয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে বলে তারা সেখান থেকে মৌলভীবাজারে চলে আসেন। রাজশাহী থেকে আসা মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়। এর মধ্যে ১২ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে।

সিভিল সার্জন আরও জানান, আরেকটা শ‌ঙ্কার বিষয় শ্রীমঙ্গলে অনেক আমের গাড়ি আসছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে, প্রয়োজনে এগুলো আসা বন্ধ করা যেতে পারে। কারণ জেলায় করোনা সংক্রমণের হার গড়ে ১৬.৬ থেকে ১৬.৭ এর মধ্যে উঠা নামা করছে। আমের জন্য তো ঝুঁকি বাড়ানো যাবে না।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ২ হাজার ৪শত ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩০ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন।

সাইফুল্লাহ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়