ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা থেকে পলাতক করোনা রোগী চাঁপাইনবাবগঞ্জে আটক

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৩০ মে ২০২১   আপডেট: ১৬:৪৭, ৩০ মে ২০২১
ঢাকা থেকে পলাতক করোনা রোগী চাঁপাইনবাবগঞ্জে আটক

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) আইসোলেশন থেকে পলাতক এক করোনা রোগীকে চাঁপাইনবাবগঞ্জে আটক করেছে জেলা এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্যরা।

আজ রোববার (৩০ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুই ড্যাংয়ের বাথান বাড়ি থেকে তাকে আটক করা হয়। জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পলাতক করোনা রোগী একই ইউনিয়নের হোসেন ডাং এলাকার শাহ আলম (২৮)।

শাহ আলমকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে সোপর্দ করে এনএসআইয়ের সদস্যরা। পরে তাকে জেলা ২৫০ শয্যার হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে জেলা এনএসআইএর একটি টিম বাবুই ডাং গ্রামে অভিযান পরিচালনা করে। জঙ্গলের পরিত্যক্ত ছাউনির নিচ থেকে শাহ আলমকে আটক করতে সক্ষম হয়।

সিভিল সার্জন আরও জানান, গত বুধবার (২৬ মে) নমুনা পরীক্ষা করে শাহ আলমের করোনা শনাক্ত হয়। তিনি ঢাকার সিভিল সার্জনের অধীনে আইইডিসিআরে আইসোলেশনে ছিলেন। সেখান থেকে সবার চোখ এগিয়ে পালিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসে। তার শরীরে করোনার লক্ষণ ছিল না।

শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়