ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিস্তায় পানি বৃদ্ধি: ভাঙন আতঙ্কে এলাকাবাসীর নির্ঘুম রাত

ফারুক আলম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৪, ৩১ মে ২০২১   আপডেট: ০৮:০৬, ৩১ মে ২০২১
তিস্তায় পানি বৃদ্ধি: ভাঙন আতঙ্কে এলাকাবাসীর নির্ঘুম রাত

গত তিন দিনের বৃষ্টিতে তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙন শুরু হয়েছে বামতীরে। বেশকিছু ভিটেবাড়ি চলে গেছে নদী গর্ভে। বাড়িঘর সরিয়ে ডান তীরের চরে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।

রোববার (৩০ মে) রাতে সরেজমিনে নদীভাঙন দেখা গেছে। জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বালাপাড়া গ্রামের মস্তিয়ার, গোলাম সোবহান, জিয়া, মহুবার, দুলাল এর বাড়িভিটে ভেঙেছে।

একই গ্রামের আরও বেশ কিছু পরিবার ভাঙনের কবলে রয়েছে। বিধবা তাহেরুন্নেছা, বিধবা ফরিহা, বিধবা কহিনুর, নুর ইসলাম, মহুবার রহমান এর বাড়ি ভিটে রাত কাটবে কিনা এই শঙ্কা প্রকাশ করেন। তারা জানান, গত কোরবানির ঈদেই বাড়িঘর ডান তীরের চর থেকে বাম তীরে নিয়ে এসেছিলেন। এবার এপারেও ভাঙ্গন শুরু হয়েছে।

তারা জানান, পানি উন্নয়ন বোর্ড এর লোকজন ৩০ মে মাফজোক করতে এসেছিল। সে সময় তারা আপাতত কিছু জিওব্যাগ ফেলার অনুরোধ করা হয়।

গ্রামের বাসিন্দারা নিজেদের কেনা বাশকাঠ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করে বিফল হয়েছেন বলে, তারা জানিয়েছেন।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী রাইজিংবিডিকে জানান, নদীর পানি বাড়লেও, নদীতে এইমুহুর্তে পানি কম।

তিনি বলেন, পানি একটু বাড়লেও এখন আর পানি নেই। বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ফারুক আলম/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়