ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৩১ মে ২০২১  
চট্টগ্রামে লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় আবুল খায়ের গ্রুপের এক ডিলারের গুদাম থেকে লুট হওয়া প্রায় ৩৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) ভোর রাতের দিকে বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ লুণ্ঠিত পণ্য জব্দ করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার ( ২৭ মে) ভোররাতে ৪টার দিকে ডবলমুরিং থানা এলাকায় আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্স গুদামের বিপুল পরিমাণ পণ্য লুট করে নেয় সংঘবদ্ধ ডাকাত চক্র। এই ঘটনার পর থানায় মামলা হলে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। অভিযানে সোমবার ডাকাত নুরুন নবীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩৩ লাখ টাকার লুণ্ঠিত পণ্য।

ওসি আরও জানান, ডাকাত নুরুন নবী সাম্প্রতিক সময়ে শুধু চট্টগ্রাম থেকেই কোটি টাকার সিগারেট লুট করেছে। লুটে বাধা দেওয়ায় এই চক্রের হাতে খুন হয়েছে ২ জন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়