ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলিতে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়েছে 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১ জুন ২০২১  
হিলিতে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়েছে 

হিলিতে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়েছে। গত দেড় সপ্তাহে হিলি সীমান্তে মোট ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তৌহিদ আল হাসান জানান, গত সপ্তাহে হিলি সীমান্তে ৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া, শনিবার (২৯ জুন) থেকে মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, হিলিতে এখন পর্যন্ত ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আবার ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী ১৪২ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। উপজেলায় প্রথম ধাপে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। 

ভারত থেকে আসা ৩ জন করোনা রোগীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলেও তিনি জানান।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম রাইজিংবিডিকে বলেন, ‘স্থানীয় যে সব রোগীর করোনা পজেটিভ হয়েছে তাদের বাড়িতে রাখা হয়েছে। হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ (ইউএইচও) আমি প্রতিনিয়ত তাদের দেখভালো করছি। তাদের খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ভারত থেকে আসা পাসপোর্টধারী ১৩৯ জন যাত্রীকে হিলির বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় সব কিছু সরবারাহ করা হচ্ছে।’

মোসলেম উদ্দিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়