Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৩ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

ঝালকাঠিতে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৩ জুন ২০২১   আপডেট: ১২:২৮, ৩ জুন ২০২১
ঝালকাঠিতে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

ঝালকাঠিতে তিন দিন ধরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) নিখোঁজ রয়েছে।  

ওই স্কুলছাত্রীর বাবা জানান, স্কুলের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিতে যাওয়ার কথা বলে ১ জুন সকালে বের হয়েছিল তার মেয়ে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার অভিযোগ, একই এলাকার মেহেদী নামের এক যুবক তার মেয়েকে তুলে নিয়ে গেছেন। 

গত ১ জুন বিকেলে ওই কিশোরীর বাবা ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, ওই কিশোরী নবম শ্রেণির পঞ্চম অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আনার জন্য মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেহেদী হাসান নামের এক যুবক ওই কিশোরীকে অপহরণ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। মেহেদীর বাসায় গিয়েও মেয়ের সন্ধান করেছেন বাবা। মেহেদীর বাবা জানিয়েছেন, তার ছেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। পরে বিভিন্ন স্থানে খুঁজেও মেয়ের সন্ধান পাননি তিনি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত মেহেদীর পূর্বপরিচয় ছিল বলে জানা গেছে। মেয়েটির সন্ধানে পুলিশ সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। মেহেদীর বাসায় গিয়েও তল্লাশি করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তার সন্ধান করা হচ্ছে।’

অলোক সাহা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ