ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৫৫ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ৫ জুন ২০২১   আপডেট: ১৭:২০, ৫ জুন ২০২১
চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৫৫ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ‌্যে ১০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ১৫ শতাংশ। এক দিন আগে এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৭৯ শতাংশ।

শনিবার (৫ মে) সকালে এসব তথ‌্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১৮ জনের মধ‌্যে দুজনের দেহে করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন আরও জানান, সদর উপজেলায় ৪৮ জন, শিবগঞ্জে ৩১ জন, গোমস্তাপুরে ২৪ জন ও ভোলাহাটে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৭ জন। তাদের মধ‌্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১২৯ জন। করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ৩০ শয্যার করোনার ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন করোনা ডেডিকেটেড ইউনিটের তথ্য কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার।

চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৫৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় গত ২৫ মে (মঙ্গলবার) থেকে জেলায় সাত দিনের লকডাউন দেওয়া হয়। প্রথম দফা লকডাউন শেষ হওয়ার পর ফের দ্বিতীয় দফা লকডাউন দেয় জেলা প্রশাসন। ৭ জুন (মঙ্গলবার) পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

শিয়াম/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়