ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ক‌রোনার বিস্তার রোধে বগুড়ায় ১০ বিধিনিষেধ আরোপ

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৬ জুন ২০২১   আপডেট: ০৯:৪৯, ৬ জুন ২০২১
ক‌রোনার বিস্তার রোধে বগুড়ায় ১০ বিধিনিষেধ আরোপ

বগুড়ার আশপা‌শের জেলাগু‌লো‌তে ভারতীয় ডেল্টা ভ‌্যা‌রিয়েন্ট বেড়ে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হ‌য়ে‌ছে। ১০টি বিধিনিষেধ আরোপ করে গণ‌বিজ্ঞ‌প্তি‌ জারি করেছে জেলা প্রশাসন।

শ‌নিবার (৫ জুন) রাতে জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত গণ‌বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নে‌া হয়, রোববার (৬ জুন) থে‌কে এই বি‌ধিনি‌ষেধ আদেশ কার্যকর হবে।

এর আগে বিকাল ৫টায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত জেলা কমিটির আ‌লোচনা সভায় কঠোর বিধিনিষেধের এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে গণ‌বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হয়।

ক‌রোনাভাইরাসের বিস্তার রোধে গণ‌বিজ্ঞ‌প্তি‌তে যে ১০টি বিধিনিষেধ আ‌রোপ করা হ‌য়েছে, তা হচ্ছে-

১। সন্ধ্যা সা‌ড়ে ৭টার পর অতি জরুরি প্রয়োজন ব‌্যতীত (নিত্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/ সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাহিরে বের হওয়া যাবে না।

২। প্রতিদিন সন্ধ্যা সা‌ড়ে ৭ টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তরাঁ, দোকানপাট,শপিংমল, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সকল ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, অন্যান্য বাজার ও দোকানপাট, যেখানে লোক সমাগম হয়, তা বন্ধ রাখতে হবে।

৩। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (Takeaway / Online) করতে পারবে।  কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরায় বসে খাবার গ্রহণ করা যাবে না।

৪।  সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরনের গণজমায়েত বন্ধ থাকবে ও সকল কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।

৫।  সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৬।  রাস্তা পাড়ার মোড়ে চা-এর দোকান, ছোট পরিসরের রেস্তোরাসহ এ জাতীয় সকল স্থান সন্ধ‌্যা সা‌ড়ে ৭ টার পর বন্ধ রাখতে হবে।

৭। কৃষিপণ্য/ খাদ্যসামগ্রী পরিবহন এ আদেশের আওতা বহির্ভূত থাকবে।

৮।  সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সকল দপ্তর/সংস্থাসমূহ জরুরি পরিসেবার আওতাভূক্ত হবে।

৯।  সকল ধরনের সরবারহ ব্যবস্থাপনা সচল থাকবে।

১০।  বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ার সহকা‌রি ক‌মিশনার ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট আশরাফুর রহমান জানান, আশপা‌শের জেলাগু‌লো‌তে ই‌ন্ডিয়ান ভ‌্যা‌রিয়েন্ট বাড়ায় সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।  রোববার থে‌কে এই আ‌দেশ কার্যকর হবে।  পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বি‌ধিনি‌ষেধ চল‌বে।  প‌রি‌স্থি‌তির উপর পরবর্তী ‌সিদ্ধান্ত আস‌বে।

এনাম আহ‌মেদ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়