ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বগুড়ায় দেড় কোটি টাকা মূল্যের মূর্তিসহ আটক ৩

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ৯ জুন ২০২১   আপডেট: ০২:৫৫, ৯ জুন ২০২১
বগুড়ায় দেড় কোটি টাকা মূল্যের মূর্তিসহ আটক ৩

বগুড়ায় দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেদিসহ তিন চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব-১২।

মঙ্গলবার (৮ জুন) বগুড়ার আদমদীঘি উপজেলার মিতইল গ্রামের তিনমাথা কাচা বাজার এলাকা তাদেরকে আটক ও মূর্তি বেদী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- আদমদীঘি উপজেলার ইসমাইল হোসেন (৬৩), কাহালু উপজেলার আক্কাস আলী (৪২) ও  নন্দীগ্রাম উপজেলার  শ্রী বাদল চন্দ্র (৩৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আটককৃত ব্যাক্তিরা কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের চেষ্টা করছে। পরে অভিযান চালিয়ে মিতইল গ্রামের তিনমাথা কাচা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

এনাম আহমেদ/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়