ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাটোর সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন শুরু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৯ জুন ২০২১   আপডেট: ১০:১৮, ৯ জুন ২০২১
নাটোর সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন শুরু

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে নাটোরে সদর এবং সিংড়া পৌরসভায় ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।

বুধবার (৯ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী মঙ্গলবার (১৫ জুন) পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লকডাউন সফল করতে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ আছে। শহরে কোনো যানবাহন চলবে না। এবং জরুরি পণ‌্যের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ‌্যবিধি মেনে চলতে হবে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাটোরে সদর এবং সিংড়া পৌরসভায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলাবাহিনীর সদস‌্যরা মাঠে আছে। এছাড়া, বিধি নিষেধ সফল করতে সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

এদিকে, নাটোর পৌরসভা মেয়র উমা চৌধুরি জলি স্বাস্থ‌্যবিধি মেনে কৃষি এবং নিত্যপণ্য কেনা-বেচার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন।

আরিফুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়