ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দোলনায় ওঠায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৯ জুন ২০২১   আপডেট: ১১:৩৬, ৯ জুন ২০২১
দোলনায় ওঠায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 

কুষ্টিয়ার দৌলতপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে অ‌্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে বিদ্যালয়ের খেলার মাঠে থাকা দোলনায় ওঠায় মারিয়া খাতুন (১০) নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (৮ জুন) রাতে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্কুল শিক্ষার্থীর চাচা স্বপন আলী।

বুধবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। 
মারিয়া খাতুন দৌলতপুর উপজেলার ফারাকপুর ইউনিয়নের শহীদ রফিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম আবু নাঈম তুহিন। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুন) সকালে বিদ্যালয়ে পরীক্ষার অ‌্যাসাইনমেন্ট জমা দিতে যায় মারিয়া খাতুন। এসময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলার জন্য থাকা দোলনায় চড়ে মারিয়া। এটি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাঈম তুহিন দেখেন। এরপর তিনি মারিয়াকে বিদ্যালয় মাঠে এবং অফিস কক্ষে নিয়ে মারধর করেন। এতে মারিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি নাসির উদ্দিন জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা স্বপন আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়