ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কর্ণফুলীতে ডুবেছে নোঙর করা জাহাজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৯ জুন ২০২১   আপডেট: ১৩:৫৯, ৯ জুন ২০২১
কর্ণফুলীতে ডুবেছে নোঙর করা জাহাজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙরে থাকা অবস্থায় এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে।

বুধবার (৯ জুন) সকালের দিকে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর শাহ আমান সেতু সংলগ্ন এলাকায় নোঙর করা ছিলো ক্রিস্টাল গ্রুপের মালিকানাধীন ফিশিং জাহাজ ক্রিস্টাল-৮। নোঙরে থাকা অবস্থায় জাহাজটির তলার ফুটো দিয়ে পানি ঢুকতে ঢুকতে সকালের দিকে জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। তবে কিভাবে জাহাজের তলা ফুটো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি জাহাজ সংশ্লিষ্ট কেউ। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজ ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা নাবিকরা নিরাপদে তীরে উঠে আসেন। সমুদ্রে মাছ আহরণ বন্ধ থাকায় বেশ কিছুদিন ধরে জাহাজটি কর্ণফুলী নদীতে নোঙর করা ছিলো।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়