Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১২ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

ঝালকাঠিতে ৮ দোকান নদীগর্ভে বিলীন

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৯ জুন ২০২১  
ঝালকাঠিতে ৮ দোকান নদীগর্ভে বিলীন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় হঠাৎ করে হলতা নদীর ভাঙনে ঐতিহ্যবাহী ঘোষের হাটের আটটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অতিবর্ষণ ও হলতা নদীর স্রোতে মঙ্গলবার (৮ জুন) ঘোষের হাটের কিছু অংশ দেবে যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে হলতা নদীর তীরে ঘোষের হাটে ভাঙন শুরু হয়। ক্রমান্বয়ে ভাঙন বাড়তে থাকে। এতে হাটের টলসেট, চায়ের দোকান, হার্ডওয়ার দোকান, মুদিরসহ আটটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

ভাঙনের মুখে আছে ঘোষের হাট মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান।

সহায়-সম্বল ও পুঁজিসহ দোকান নদীতে চলে যাওয়ায় নিঃস্ব হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলতা নদীর ভাঙনরোধ ও ক্ষতি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভাঙনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়