ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় করোনায় ১ দিনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ৯ জুন ২০২১   আপডেট: ২২:০২, ৯ জুন ২০২১
কুষ্টিয়ায় করোনায় ১ দিনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যা কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বুধবার (০৯ জুন) দুপুর পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুন) ২২২ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৩ জন। জেলায় গত ৩ দিনে ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩ জন শনাক্ত হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৫ শতাংশের বেশি। গত ৭ দিনে শনাক্ত হয় ৩১৩ জন। এ সময়ে মারা গেছে ১১ জন। এ নিয়ে জেলায় ১২২ জনের মৃত্যু হলো। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মোমেন জানান, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকলেও কোনোভাবে চালিয়ে নেওয়া হচ্ছে। তবে অবকাঠামো অভাব প্রকট। চিকিৎসা সরঞ্জাম যা আছে, তাতে আপাতত চলবে। 
 

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়