ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৭

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১০ জুন ২০২১   আপডেট: ১২:৪৪, ১০ জুন ২০২১
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৭

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে আরও ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭৭ জন।

বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, ৪১৪ টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৪৬ জন, সুবর্ণচরের দুই জন, বেগমগঞ্জের ২০ জন, সোনাইমুড়ীর ১০ জন, হাতিয়ার দুই জন, কোম্পানীগঞ্জের পাঁচ জন ও কবিরহাট উপজেলার দুজন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৭৭ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৪০৭ জন আর বিভিন্ন উপজেলার ৫ হাজার ৮৯৮ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০২ জন।

/সুজন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়