ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝিনাইদহে ডেলটা ভ্যারিয়েন্ট আতঙ্ক

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১০ জুন ২০২১  
ঝিনাইদহে ডেলটা ভ্যারিয়েন্ট আতঙ্ক

ঝিনাইদহে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট আতঙ্ক দেখা দিয়েছে।  

একদিকে জেলার বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। অন্যদিকে মহেশপুর উপজেলা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ফলে ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে স্থানীয় জনমনে শঙ্কার তৈরি হয়েছে। এ পর্যন্ত ভারত থেকে দেশে অনুপ্রবেশকালে তিনদফায় সীমান্তে ৬০ জনকে আটক করেছে বিজিবি। অনুপ্রবেশের ঘটনায় বৃদ্ধি পাওয়ায় সীমান্তের ৬টি ইউনিয়নে ১৪দিনের জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন।  

এদিকে স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ সপ্তাহে মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে কোভিড হাসপাতালে ৬০জন চিকিৎসাধীন রয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১০ জনের, মৃত্যু হয়েছে ৫৭ জনের।

ঝিনাইদহ সদর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডা. মো. হারুন-অর রশিদ জানান, গত সপ্তাহে করোনা সংক্রমণের হার ছিলো ১২.৯৯ শতাংশ, তা এ সপ্তাহ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮৪ শতাংশ।  

তবে রোগী আসা মাত্রই তারা চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

স্থানীয়রা জানান, মানুষ এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরার কারণে আক্রান্ত বেড়েই চলেছে। সীমান্তে বিধি নিষেধ না মেনে চলার কারণে ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট বিস্তারের শঙ্কা করছেন তারা।

রাজিব/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়